জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা যখন তার বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন, তখনই সহশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির একটি বিতর্কিত পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।
গত বুধবার রাত সাড়ে ১১টায় কনা তার ফেসবুক পেজে জানান, “জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।” ঠিক এক ঘণ্টা পর রাত ১২টার দিকে ন্যান্সি তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “জন্ম, মৃত্যু, বিয়ে-বিচ্ছেদ, এর সবই আল্লাহর ইচ্ছায় হয়—বাণীতে শেয়াল রাণী।”
ন্যান্সির ‘শেয়াল রাণী’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সরাসরি কনাকে উদ্দেশ্য করে বলে মনে করছেন। বিশেষ করে কনার পোস্টের শব্দগুলোকে হুবহু উদ্ধৃত করে এই বক্তব্য দেওয়ায় বিতর্ক আরও তীব্র হয়।
এই ঘটনাটি নতুন নয়; গত বছরেও ন্যান্সি একটি শেয়ালের ছবি পোস্ট করেছিলেন, যা অনেকেই কনাকে ইঙ্গিত করে করা হয়েছে বলে মনে করেছিলেন। তখন কনার গান ‘দুষ্টু কোকিল’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
যদিও দুই শিল্পী কখনোই প্রকাশ্যে একে অপর সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করেননি, তবু ন্যান্সির সাম্প্রতিক পোস্টকে নেটিজেনরা কনার প্রতি নিদানবোধক আক্রমণ বলে দেখছেন।
দিলশাদ নাহার কনা ২০০০ সালে এবং নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে সংগীত জগতে প্রবেশ করেন। ন্যান্সির এই বিতর্কিত মন্তব্যের পর থেকে দুই শিল্পীর সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনা- কল্পনা শুরু হয়েছে।