ঢাকা | সোমবার | ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ১

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর পাটখেত থেকে রৌজা মনি (৬) নামের এক শিশুর বিকৃত লাশ

উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চর মারিয়া গ্রামের

বৈরাগীডুবি বিলে তার বিকৃত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর

দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়।

শিশু রৌজামনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চর মারিয়া গ্রামের সুমন মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, গত রবিবার বিকাল ৫টার দিকে রৌজা মনি বাড়ির সামনে খেলা করছিল। কিন্তু

কিছুক্ষণ পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় রৌজা মনি। এরপরে সে আর বাড়িতে ফিরে আসেনি।

আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে রৌজা মনির

মামা দেওয়ান আলী কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ

ঘটনায় সন্দেহভাজন রাসেল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য

মর্গে পাঠানো হয়েছে।