ঢাকা | সোমবার | ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় অবৈধ বালু অপসারণে অর্ধলক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় অবৈধভাবে বালু অপসারণের অভিযোগে এক ব্যক্তিকে সজল পালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

আসামির বিরুদ্ধে অভিযোগ, সে সরকারি জমির বালু অবৈধ্যভাবে সরিয়ে নিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও পরিচালনাকারীরা ওই এলাকায় অভিযান চালিয়ে বালু জব্দ করে এবং আগের স্থানেই স্বেচ্ছায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন। এ সময় আদালত বোঝায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় অবৈধ বালু অপসারণের জন্য সজল পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পুলিশ একথা নিশ্চিত করেছে। এর ফলে অবৈধ বালু বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো এবং সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা হলো।