ঢাকা | সোমবার | ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

কুসুম শিকদার কাস্টিং কাউচ প্রসঙ্গে বললেন, বাজে প্রস্তাব মতো পাননি

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার এক সময় চলচ্চিত্রে বেশ সক্রিয় ছিলেন। দর্শকদের হৃদয় জয় করে অনেক সময় ক্যারিয়ার চাঙ্গা হলেও সময়ের পরিবর্তনে তিনি দর্শকদের চোখের আড়াল হয়ে যান। বর্তমানে তিনি খুবই বেছে বেছে কাজ করেন।

সম্প্রতি কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠানে ‘গসিপ এন্ড গ্লিটজ’-এ অংশ নেন কুসুম শিকদার, যেখানে তিনি এসব কথা বলেন।

কথোপকথনে কাস্টিং কাউচ প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার সিনেমা মোটেও বাজে প্রস্তাবের মুখোমুখি হননি। আমার সিনেমার সংখ্যা মাত্র তিনটি। তার মধ্যে শেষটিই আমার। আমি শুনি, বর্তমানে মিডিয়াতে নানা রকম গল্প ও কাহিনী ছড়াচ্ছে—কিন্তু আমি জানি না সত্যতা কী। আমাদের সময়ে এসব খুবই কম ছিল বা হয়নি বললে ভুল হবে, তবে অনেক ঘটনা ঘটে থাকলেও আমি নিজে এর শিকার হইনি।’

কুসুম শিকদার আরও যোগ করেন, ‘আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছেন। আমি সিদ্ধান্ত নিই আমার কী করা উচিত। যদি দেখি বাইরে বৃষ্টি পড়ছে, আমি ছাতা নিয়ে যাই। আমার জীবনেও কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আমি সেগুলো হ্যান্ডেল করে নিয়েছি। আমি কোনো ঘটনা এড়াতে বা লুকাতে চাইনি, বরং বুঝে নিয়েছি কীভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’