চলমান যুদ্ধবিরতি আলোচনা ও রাফায় ফিলিস্তিনি পুনর্বাসন পরিকল্পনার মধ্যেই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার ভোরে শিশুদের খাবার সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছে ৯ জন শিশু।
কাতারভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কেন্দ্রীয় দেইর আল-বালাহ এলাকায় শিশুদের পুষ্টি সহায়তা নিতে আসার সময় ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ শিশু এবং ৪ নারী রয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন শিশু।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে ‘অমার্জনীয়’ বলে অভিহিত করেছেন এবং বলেন, ‘সাহায্যের অপেক্ষায় থাকা নিরীহ পরিবারগুলোর ওপর এমন হামলা সত্যিই একটি নির্মম পরিকল্পিত সংকটের প্রকাশ। এটা গাজায় চলমান ভয়াবহ বাস্তবতার দিক নির্দেশ করছে।’
তিনি আরও জানিয়েছেন, ‘অনেক সীমিত সহায়তার কারণে গাজায় শিশুদের মধ্যে অপুষ্টি ও ক্ষুধার সমস্যা দিন দিন বেড়ে চলেছে এবং বর্তমানে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি জরুরি সহায়তা ও স্বাস্থ্যসেবা সময় মতো এবং পর্যাপ্তভাবে প্রদান না করা হয়, তবে অপুষ্টির শিকার শিশুদের সংখ্যা আরও বাড়বে।’
এই ভয়ংকর পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তর থেকে দ্রুত সহায়তা কার্যক্রম জনমানবিক সংকট কমাতে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে, যা গাজার শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।