ঢাকা | মঙ্গলবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গণঅভ্যূত্থানে হামলা ও হত্যা চেষ্টার দুই মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেফতার

গণঅভ্যূত্থানের সময় ছাত্র ও জনতার ওপর হামলা এবং হত্যা চেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১৩ আগস্ট) রাত সোয়া ১২ টার দিকে রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে ধাওয়া করে আটক করা হয়। আতাউর জামান বাবু জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যও বটে।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন, গণঅভ্যূত্থানের পর থেকেই আতাউর জামান বাবু আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি গুলিতে আহত জয়নাল আবেদীন ও শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার আসামি।

ওসি জানান, আত্মগোপনে থাকা অবস্থায় আতাউর জামান বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে রংপুর নগরীতে স্বেচ্ছাসেবক লীগকে অবৈধভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে। পুলিশ তার বিরুদ্ধে দ্রুত আদালতে রিমান্ড আবেদন করবে বলে জানা গেছে।