গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এনামুল হক (২২) নামে এক
মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপারকে আটক করে পুলিশের
কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর
মিয়ার বাজার (রহমতপুর) ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার রহমতপুর বউউলবাড়ী গ্রামের বেলাল মিয়ার
ছেলে। তিনি ছোটবেলা থেকেই ওই গ্রামের নানা মৃত ছামছুল হকের বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে নানা বাড়ি থেকে বের হন এনামুল। পরে
নলডাঙ্গা-রহমতপুর ব্রিজ পার হওয়ার সময় একই দিক থেকে থেকে আসা একটি দ্রুতগতির
ইটবোঝাই ট্রাক্টর তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে
পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরসহ চালক-হেলপারকে আটক করে। তবে স্বজন ও
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনাস্থলে সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই)
সুকুমারের উপস্থিতিতে মালিক পক্ষের লোকজন জোরপূর্বক ট্রাক্টরটি নিয়ে চলে যায়। এতে
স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে
হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপারকে আটক করে থানায় আনা
হয়েছে।