ঢাকা | শনিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অপ্রয়োজনীয়: সুপ্রদীপ চাকমা

সরকারি কর্মচারীদের জনসেবার মানসিকতা ধারণ করার ওপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, “জনসেবার জন্যই আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাই প্রত্যেক সরকারি কর্মচারীর উচিত সব সময় মানুষের সেবা করতে মনোযোগী থাকা।” আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেছেন। এই কর্মশালাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এটুআই-এর যৌথ উদ্যোগে, ন্যাশনাল ড্যাশবোর্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তা বিশ্লেষণ বিষয়ে আয়োজিত।