ঢাকা | রবিবার | ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

ঢাবির টিএসসিতে আবৃত্তি সংসদের তালা ভেঙে রুম দখল চেষ্টার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আবৃত্তি সংসদের রুমের তালা ভেঙে রুম দখল চেষ্টার

অভিযোগ উঠেছে নৃত্য সংসদের সাবেক সভাপতি আবুজার গিফারীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে আবুজার গিফারি কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে রুমের তালা

ভাঙেন বলে অভিযোগ তুলেন আবৃত্তি সংসদের সভাপতি মো. শাহ সুফি ওয়াসি মিয়া।

তিনি বলেন, নৃত্য সংসদের কোন রুম না থাকায় প্রশাসন মানবিক বিবেচনায় আবৃত্তি সংসদের

রুম ব্যবহারের জন্য অনুমতি দেয়। কিন্তু সেখানে সংগঠনটির সাবেক সভাপতি আবুজার

গিফারীর নেতৃত্বে ‘শিল্পতৈরী’ নামক একটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো

বহিরাগতদের সঙ্গে নিয়ে। তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও উঠেছে৷

আবৃত্তি সংসদ এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগও দিয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে টিএসসি পরিচালককে

সহযোগিতা করতে দুজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেয় এবং সমাধান না হওয়া পর্যন্ত রুম

তালা দিয়ে রাখার পরামর্শ দেয়া হয়, বলেন ওয়াসি মিয়া।

তিনি বলেন, গতরাতে আবুজার গিফারী টিএসসির তথাকথিত প্রতিনিধি ও রিসার্চ সোসাইটির

সেক্রেটারি শাহরিয়ার নাজিম সীমান্ত ও কুইজ সোসাইটির সাবেক সেক্রেটারি ইমন

মুনতাসিরকে সঙ্গে নিয়ে, প্রশাসনের সিদ্ধান্ত না মেনে, মব সৃষ্টি করে রুমের তালা

ভাঙে। পরে প্রশাসন আবার তালা দিয়ে দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, রবিবারে এই দুই সংগঠনের

সঙ্গে টিএসসির পরিচালক বসবেন। আমাদের দুইজন সহকারী প্রক্টরও থাকবেন সেখানে।

পাঁচ আগস্টের আগে রুমটি ব্যবহার করতো সাংস্কৃতিক জোট নামের একটি সংগঠন। ফ্যাসিবাদ

সংশ্লিষ্ঠতায় সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং আবৃত্তি সংসদকে রুমটি ব্যবহারের

অনুমতি দেওয়া হয়।