ঢাকা | রবিবার | ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক

সম্পাদক আলতাফ রেজা আবির (৪০)নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বড় হরিশপুর পুলিশ লাইন্স এলাকায়

ইসলামী আন্দোলনের সভাপতিকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের

সঙ্গে সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের চার আরোহী রাস্তায় ছিটকে পড়ে।

গুরুতর আহতাবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে

চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন— ইসলামি আন্দোলনের দলের জেলা সভাপতি ও নাটোর-২ আসের হাতপাখার প্রার্থী

মোহম্মদ আলী সিদ্দিকী(৫৫) এবং অপর দুই মোটরসাইকেল আরোহী—রিদওয়ান হোসেন জিম(১৫) ও

তার বন্ধু সাকলাইন(১৫)।

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জেলার ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) মাহাবুর রহমান জানান, মোটরসাইকেল ২টি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।