শেরপুরে নালিতাবাড়ী উপজেলার পৃথকস্থানে একদিনে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার
(১২ জুলাই) কয়েক ঘণ্টার ব্যবধানে নালিতাবাড়ী শহরের আড়াইআনি বাজার গ্রামীণ টাওয়ারের
কাছে পরিত্যক্ত একটি ঘর থেকে বাবুল মিয়া নামে অসুস্থ এক ব্যক্তির এবং দাওধারা
কাটাবড়ি এলাকায় ষাটোর্ধ্ব অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরচিয় জানা গেছে। তিনি হলেন-রূপনারায়ণকুড়া ইউনিয়নের
কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে বাবুল মিয়া (৪৫)।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ এ দু’টি লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনি
বাজার গ্রামীণ টাওয়ারের কাছে পরিত্যক্ত একটি ঘর থেকে বাবুল মিয়ার লাশ উদ্ধার করা
হয়। তিনি শারিরীকভাবে অসুস্থ ছিলেন।
এদিকে, বিকাল ৪টার দিকে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় আরও
এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আনুমানিক তার বয়স হবে ৬০ থেকে ৬৫ বছরের মতো। তিনি
মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তাকে এলাকার লোকজন এদিক-সেদিক ঘুরাফেরা করতে দেখেছেন
বলে পুলিশকে জানিয়েছেন।
পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ১
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা পৃথক স্থান থেকে দুটি
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নালিতাবাড়ীর শহরের আড়াইআনি বাজারে
উদ্ধার হওয়া বাবুল মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
তিনি মাঝেমধ্যে নালিতাবাড়ী শহরের বাজারে বাজারে ঘোরাফেরা করতেন এবং এখানে-সেখানে
রাত্রিযাপন করতেন।
অপরদিকে দাওধারা কাটাবাড়ি এলাকায় উদ্ধারকৃত লাশটির কোনো পরিচয় জানা যায়নি। আনুমানিক
৬০ থেকে ৬৫ বছর বয়সের অজ্ঞাতপচিয় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এসব ঘটনায়
থানায় দু’টি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।