বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি শুভেচ্ছার ইঙ্গিত হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠাচ্ছেন। এটি দুই প্রতিবেশী দেশের মধ্যকার বন্ধুত্ব ও ভালো সম্পর্ককে আরও দৃঢ় করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে গণ্য করা হচ্ছে।
বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (১৫ জুলাই) আমের এই চালানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে। পৌঁছানোর পর আমগুলো প্রধানমন্ত্রীর দপ্তর, দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে, যা দুই দেশের মৈত্রীর স্পষ্ট প্রতীক।
এছাড়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলাদেশ থেকে বিশেষভাবে আম পাঠানো হচ্ছে। এর আগে ১১ জুলাই ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ সেখানকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের জন্য ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়। এ আম গুলো আখাউড়া স্থলবন্দরের মাধ্যমে সকাল ৫টা ১৫ মিনিটে ৬০টি কার্টনে ভারতে পৌঁছায়।
প্রত্যেক বছর বাংলাদেশ সরকার মৌসুমি ফল, বিশেষ করে আম, ত্রিপুরা রাজ্য সরকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য পাঠিয়ে থাকে। এর জবাবে ত্রিপুরা রাজ্য সরকারও বাংলাদেশের জন্য বিখ্যাত রসালো কুইন জাতের আনারস উপহার হিসেবে পাঠায়।
এই আম উপহার পাঠানোর পুরো কার্যক্রমটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং রপ্তানিকারকদের মাধ্যমে সরবরাহ করা হয়। বাংলাদেশের সহকারী হাইকমিশন আগরতলার কর্মকর্তা লোকদের হাতে উপহারের চালান হস্তান্তর করা হয়েছে।
দেশ দুটির মধ্যে বন্ধুত্বের এই বন্ধনকে ‘আম কূটনীতি’ নামে পরিচিতি পাওয়া এই প্রচেষ্টা পূর্বের প্রশাসনের সময় থেকেই চলে আসছে এবং বর্তমানেও এটি সৌহার্দ্য ও পারস্পরিক শুভেচ্ছার প্রতীক হয়ে অবস্থান করছে।