ঢাকা | বুধবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বৃষ্টি ও ইংল্যান্ড বোলারদের আক্রমণে রুখে দাঁড়ালেন নায়ার

ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিন ছিল বৃষ্টির বাধা ও ইংল্যান্ডের বোলারদের আধিপত্যের দিন। বৃষ্টির কারণে দিনে মাত্র ৬৪ ওভার খেলা সম্ভব হয়। ইংল্যান্ডের বোলারদের কঠিন আক্রমণে ভারত প্রথম দিনে ৬ উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছে। ভারতীয় ব্যাটসম্যান করুণ নায়ার ৫২ রানে অপরাজিত থেকে দলের বিপাকে একটু সান্তনা দিয়েছেন।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরুতে ৩৮ রানে ২ উইকেট হারায়। ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ২ এবং লোকেশ রাহুল ১৪ রানে বিদায় নেন। এরপর তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিল।

সুদর্শন ৩৮ ও গিল ২১ রানে আউট হন। যদিও গিল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন। তিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী সমর্থকদের বিরুদ্ধে এক সিরিজে সবচেয়ে বেশি রান করে ৫৯ বছর পুরনো গ্যারি সোবার্সের রেকর্ড ভাঙেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে সোবার্স ৭২২ রান করেছিলেন।

এছাড়াও, গিল ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করার ক্ষেত্রেও সুপ্রসিদ্ধ সুনীল গাভাস্কারের ৪৬ বছরের রেকর্ড ভঙ্গ করেছেন। গাভাস্কার ১৯৭৮-৭৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৬ টেস্টে ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন। গিল ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ইতোমধ্যে ৭৪৩ রান সংগ্রহ করে ফেলেছেন।

দলীয় স্কোর ১০১ রানে পৌঁছানোর পর সুদর্শন ও গিল আউট হওয়ার পর করুণ নায়ার দলের রান বৃত্তকে এগিয়ে নিয়ে যান। রবীন্দ্র জাদেজা ৯ ও উইকেটরক্ষক ধ্রুব জুরেল ১৯ রানে বিদায় নেন। এরপর নায়ার টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

সাত নম্বরে ব্যাট করতে নেমে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনশেষ করেন নায়ার। নায়ার ৭টি চারে ৫২ রান ও সুন্দর ২ চারে ১৯ রান করে অপরাজিত রয়েছেন, যা দলের জন্য আশার আলো জোগাচ্ছে।