ঢাকা | সোমবার | ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

বোল্টারের জীবনযুদ্ধে কোর্ট নয়, মানুষও যেন মৃত্যু সঙ্গে লড়াই করে

গত মাসে অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেনের নারীদের একক খেলায় ব্রিটিশ টেনিস তারকা কেটি বোল্টার প্রথম রাউন্ডে স্বাগতিক এক প্রবীণ তারকাকে হারিয়ে জয়ী হন। সেই জয় আসলেই ছিল চমকপ্রদ, কারণ প্রথম সেটে টাইব্রেকারে পরাজিত হয়েও পরবর্তী দুই সেটে দারুণ লড়াই করে জিতেছেন ৬-৭, ৬-১, ৬-১ স্কোরে। এই সফলতা তার জন্য ছিল বিশেষ আনন্দের। কিন্তু ম্যাচের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনবক্সে তার কাছে পৌঁছে বিষাক্ত হুমকির বন্যা যা যেন এক ভয়ংকর দুঃস্বপ্নের মতো।