ঢাকা | শুক্রবার | ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্রহ্মপুত্রে নৌকা ডুবির ২২ ঘণ্টা পর দুই শিশুর মৃতদেহ উদ্ধার

ময়মনসিংহের পাগলা থানার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকা থেকে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ২২ ঘণ্টা পর নিখোঁজ থাকা দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) নিহতদের স্বজনরা তাদের মরদেহ পানির মধ্যে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।

নিহত দুই শিশু হলো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকার বাসিন্দা হাবিব মিয়ার ছেলে আবির (৬) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। উভয়েই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

পূর্বেও জানা গেছে, মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টায় ওই এলাকার ৯ জন শিক্ষার্থী ছোট একটি নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর সময় নৌকাটি ডুবে যায়। এই দুর্ঘটনায় ৬ জন সাঁতরে তীরে উঠতে পেরে বাঁচলেও তিন জন নিখোঁজ ছিল। তারপর দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শাপলা আক্তারের (১৫) মরদেহ উদ্ধার করেন, যিনি ওই তিন শিক্ষার্থীর একজন ছিলেন।

পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ভোরে নিহতদের পরিবারের লোকজন নৌকা নিয়ে নদীতে দাঁড়িয়ে নিখোঁজ দুই শিশুকে খুঁজতে বের হন। এরপর বাঁশিয়া এলাকায় নদীতে ভাসতে থাকা দুই শিশুর মরদেহ দেখতে পান। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

এই দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবার ও গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধার বাহিনী ব্যাপক খোঁজে থাকা নিখোঁজদের মরদেহ দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।