ঢাকা | রবিবার | ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

মাগুরায় আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে বৈঠক

মাগুরায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভাটি মুখোমুখি হয়েছে মাগুরা প্রেসক্লাবের হলরুমে। সভার আনুষ্ঠানিকতা পরিচালনা করেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম মিলন, যেখানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলিম শেখ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন ও খুলনা বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ সম্পাদক ফিরোজ মেহেদী।

বক্তারা বলেন, বর্তমানে বিশ্বব্যাপী বিভিন্ন মতবাদ বা ব্যবস্থা মানবজাতির শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। পৃথিবীতে গভীর সংকটের মধ্যদিয়ে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো তওহিদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা।

তাদের মন্তব্য, যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা নাগরিকের নিরাপত্তা, ন্যায় বিচার, মানবাধিকার ও মূল মানবিক চাহিদাগুলো নিশ্চিত করতে না পারে, তাহলে সেই রাষ্ট্র ব্যর্থ। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে গণমাধ্যমের শান্তিপূর্ণ ও কার্যকর ভূমিকা অপরিহার্য।

বৈঠকে মাগুরার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সুধীজন উপস্থিত ছিলেন।