রংপুরে বজ্রপাতে সিপন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশুসহ ৫
জন আহত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকালে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ
ঘটনা ঘটে। নিহত সিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিপন বাড়ির পাশে একটি জমিতে তার সমবয়সী
শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ওই শিশু
মারা যায়। এসময় গুরুতর আহত হয় আরো ৫ জন।
আহতদের মধ্যে শাহিনকে (৮) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে। এছাড়া মুন্না (১২) ও শাওন (১৩) ও অপর ৪ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া
হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে
বলেন, আহত পাঁচজনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা
হয়েছে।