ঢাকা | রবিবার | ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাজধানীর মিরপুর থেকে উদ্ধার ৫০টি দেশীয় বন্যপ্রাণী

রাজধানীর মিরপুর-১ এলাকার কাঁচাবাজার ও পাখির দোকানগুলোতে বিশেষ অভিযান চালিয়ে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ঢাকা)। এই অভিযান শুক্রবার, ১১ জুলাই সকালে পরিচালিত হয়।

উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে রয়েছে তিনটি পাহাড়ি ময়না, দু’টি ঝুঁটি শালিক, দু’টি গাঙ শালিক, দু’টি তিলা ঘুঘু, ১৪টি শালিক, দু’টি হিরামন তোতা, ২৩টি টিয়া, একটি বাজপাখি ও একটি কড়ি কাইট্টা।

বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সকাল থেকেই বাজারের বিভিন্ন দোকান ও স্থানে অভিযান পরিচালনা করে। এতে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত সংগঠন ‘সোয়ান’ সহযোগিতা করেছে।

অভিযানে উদ্ধারকৃত অধিকাংশ বন্যপ্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। তবে কিছু অসুস্থ প্রাণী আপাতত অফিসে নিরাপদে রাখা হয়েছে, যাদের পরবর্তীতে মুক্ত প্রকৃতিতে ছাড়ার ব্যবস্থা করা হবে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুসারে দেশীয় যেকোনো বন্যপ্রাণী সংগ্রহ, লালনপালন, ক্রয়-বিক্রয় ও পরিবহন করা নিষিদ্ধ এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পাখিবাজারে এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাচ্ছিল এবং ভবিষ্যতেও অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেছে।