ঢাকা | বুধবার | ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় রাজশাহীর একটি থানার থেকে লুট হওয়া অস্ত্র এবং গুলি রক্ষা করেছে র‌্যাব-৫। রোববার গভীর রাতে সাড়ে ১২টায় নগরীর টিকাপাড়া এলাকার একটি বালুর স্তূপের কাছ থেকে প্রায় দুই ফুট গভীরতা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার সকালেই র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অভিযানে একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি’র একটি দলের আভিযানিক দল জানতে পারে যে, ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং গুলি বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় গোপনে লুকানো আছে। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বালুর স্তূপের ভেতর থেকে এসব উদ্ধার করে র‌্যাবের গোয়েন্দা দল।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসস বলেন, উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের ব্যবহৃত। কিন্তু কোন থানার সেটি তা নিশ্চিত হওয়া যায়নি, কারণ পিস্তলের গায়ে থাকা বাট নম্বর স্পষ্ট নয়, ঘষা-মাজার কারণে চিহ্ন মুছে গেছে। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি বোয়ালিয়া থানায় একটি জিডির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।