মানিকগঞ্জের শিবালয়ে স্থানীয় মোহামেডান ইয়ুথ ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৫ জুলাই) বিকাল ৪ টায় শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু, সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা কৃষকদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, এবং ঘিওর উপজেলার বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া মেম্বার সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।
অন্যান্য উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়করা আসিফ ইকবাল রনি, আখতারুজ্জামান আকতার, মামিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ। মোহামেডান ইয়ুথ ক্লাবের ইঞ্জিনিয়ার মহিদুর রহমান কাজল উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি এসএ জিন্নাহ কবির তার বক্তব্যে বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও বিএনপি নেত্রী খালেদা জিয়া বাংলাদেশে ফুটবলকে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় সার্বিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘মাদকমুক্ত সমাজ গড়তে হলে যুবসমাজকে খেলাধুলার ক্রীড়াঙ্গণে নিয়ে আসতে হবে, কারণ খেলাধুলাই মাদক নিরোধের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।’’
এ বছর মোহামেডান ইয়ুথ ক্লাবের আয়োজিত এই টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মানিকগঞ্জ কৈট্রা ফিউচার ফুটবল একাডেমী ৫-৪ গোলের তারব্রেকারে পাবনার নবযুগ মিলন সমিতিকে হারিয়েছে। ম্যাচের রেফারি হিসেবে ছিলেন আবুল কালাম। এই ফুটবল টুর্নামেন্ট থেকে এলাকার ফুটবলপ্রেমীরা নতুন প্রতিভার উদ্ভাবন এবং যুবসমাজের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা করছেন।