সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ঘিরে আদালত অবমাননার অভিযোগে এনসিপির
উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে
দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে
গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আবেদনকারী আইনজীবী জানান, পূর্ণাঙ্গ আদেশের অনুলিপি হাতে পেলে আদালতের পর্যবেক্ষণ
সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এর আগে গত ২৪ মে ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাসকে ‘মর্যাদাহানিকর’ ও
‘অবমাননাকর’ উল্লেখ করে সারজিস আলমকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো.
জসিম উদ্দিন। নোটিশের জবাব না পাওয়ায় গত ২৮ মে তিনি হাইকোর্টে আদালত অবমাননার আবেদন
করেন।
এই আবেদনের ওপর শুনানি হয় ৭ জুলাই। শুনানি শেষে আদালত আদেশের জন্য রবিবার দিন ধার্য
করেন। এদিন আদালত আবেদনটি ‘ডিসপোজড অফ’ (নিষ্পত্তি) করেছেন বলে রায় দেন।
আদালতে উপস্থিত ছিলেন আবেদনকারী আইনজীবী জসিম উদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি
অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
পরে জসিম উদ্দিন জানান, পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর তিনি আপিল বিভাগের দারস্থ হবেন।
প্রসঙ্গত, গত ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ
পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন। এর প্রেক্ষিতে এনসিপি নেতা
সারজিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া
যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?’
এই স্ট্যাটাসকে কেন্দ্র করে পাঠানো আইনি নোটিশে তাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার
জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। একই সঙ্গে
নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলনে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান
জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে আদালত অবমাননার
আবেদন করা হয়।
আরও পড়ুন: কেউ চাঁদাবাজি করলে তা মুখের ওপর বলব: সারজিস