ঢাকা | বৃহস্পতিবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অপি করিমের ভাষ্য, নামে কিছু পেতেন না বুয়েটে

নন্দিত অভিনেত্রী অপি করিম তার অভিনয়, মডেলিং, নৃত্য ও উপস্থাপনার জন্য সবসময় দর্শকদের মুগ্ধ করেছেন। ক্যারিয়ারের শুরু থেকে পর্দায় তার উপস্থিতি এভাবেই অগণিত মানুষের মনে স্থান করে নিয়েছে। তবে তার ব্যক্তিজীবনের কথা বললে তিনি একেবারেই আলাদা গল্প শোনান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন নিজের কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের কথা, যেখানে দেখানো হয় সে সময়ের সংগ্রাম ও অভিজ্ঞতা।

অপি জানিয়েছেন, তার আনুষ্ঠানিক শিক্ষার স্তর ছিল স্থাপত্যবিদ্যা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে শিক্ষকতাও করেছেন তিনি। তবে তার কলেজ জীবনযাত্রায় এক দিক উদ্ভাসিত, যেখানে সে সময় বুয়েটের অন্য কেউই তাকে গুরুত্ব দিয়ে দেখত না। অপি বলেন, ‘বুয়েটের কেউ আমায় অনেক পাত্তা দিত না। আমাদের বাসার ঠিক উল্টো দিকের বুয়েটের বাসা থেকেই প্রচুর ছাত্র ছাত্রী বের হত, কিন্ত আমি একবারও কোনওভাবে গুরুত্ব পাইনি। অনেক দিনই দাঁড়িয়ে থাকতে হয়েছে শুধু। যদিও আমি চাইতাম অন্য বিভাগে বা ব্যাংকে গেলে হয়তো কিছুটা সম্মান পেতাম। কিন্তু আমার ডিপার্টমেন্টের কেউই আমাকে মনোযোগ দেয়নি।’

অপি আরও যোগ করেন, ‘আমার জীবনেও এমন ছিল যেন কাউকে আলাদা করে মনোযোগ দিতে হয়নি। এটা আমি উপভোগ করেছি, কারণ এতে আমি নিজের আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছি। আমার মনে কখনও হয়নি যে সবাই আমাকে গুরুত্ব দেয় বা নজর রেখেছে।’

অভিনেত্রী র‌্যাপিড ফায়ার সেকশনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেখানে তিনি জানান, তার বিষয়ে অনেকেই মনে করেন তিনি রাগী। তবে নিজের কথায় তিনি নিজেকে খুবই আত্মবিশ্বাসী ও স্বাভাবিক বলে মনে করেন। খাবার হিসেবে তিনি সাদা পোলাও পছন্দ করেন এবং নানা ধরনের খাবার খেতে বেশ ভালোবাসেন।

অপি বললেন, মাহফুজের সঙ্গে বেশি নাটকে অভিনয় করলেও, পার্থ বড়ুয়ার সঙ্গে তার জুটি দর্শকদের বেশি পছন্দ। নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা দিক শেয়ার করে তিনি বলেন, সব সময়ই নিজ তারকাখ্যাতির জন্য নয়, বরং নিজের ভেতরের সুন্দরের প্রতি মনোযোগি থাকাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।