ঢাকা | বৃহস্পতিবার | ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

আজ ৪৫ জনকে পুশইন ও ২৭ জনকে ফেরত পাঠিয়েছে বিএসএফ

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বুধবার সারাদিনে ৪৫ জনকে পুশইন ও ২৭ জনকে ফেরত পাঠিয়েছে

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পঞ্চগড়ে ২৩ জন, লালমনিরহাটে ৯ জন, ঠাকুরগাঁওয়ে ৮ জন এবং মেহেরপুরের সীমান্ত দিয়ে ৫

জনকে পুশইন করা হয়েছে। অন্যদিকে, চুয়াডাঙ্গায় ২২ জন ও জয়পুরহাটে ৫ জনকে বিজিবির

(বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে বৈঠকের পর ফেরত পাঠায় বিএসএফ।

বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এসব পুশইন ও ফেরতের ঘটনা ঘটে।

পঞ্চগড় সীমান্তে ২৩ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। এদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন

পুরুষ ও একটি শিশু রয়েছে। বুধবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি

সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয় বিএসএফ। পরে ঘাগড়া বিওপির টহল দল তাদের আটক করে থানা

পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের পরিচয় যাচাই করছে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৯ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। আটক ব্যক্তিদের

মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। বুধবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন-২

(৬১ বিজিবি)-এর একটি টহল দল বুড়িমারী সীমান্ত এলাকার মাছিরবাড়ি থেকে তাদের আটক

করে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ সীমান্ত দিয়ে ৮ জন এবং

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন করা হয়।

এদিকে, চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা

বৈঠকে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী ২২ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে

হস্তান্তর করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে সীমান্তের মেইন পিলার ৭৬-এর কাছে

শূন্যরেখায় এ বৈঠক হয়। ফেরত আসাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন।

পড়ুন: তামাবিল দিয়ে নারী-শিশুসহ ২২ জনকে ফেরত পাঠাল ভারত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ

করে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। বুধবার

দুপুরে উপজেলা কয়া সীমান্তের ২৭১/৫৪ নম্বর পিলার এলাকায় বিএসএফ তাদের বিজিবির হাতে

তুলে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম

এলাকায় একটি ভাঙাড়ি দোকানে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে

বিএসএফ তাদের আটক করে।

পাঁচবিবি থানার ওসি ময়নুল ইসলাম জানান, ‘বিজিবি পাঁচজন নারী-পুরুষ ও শিশুকে থানায়

জমা দিয়েছে। তারা জানিয়েছে, ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার সময় বিএসএফ তাদের আটক

করে বিজিবির কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে দেওয়া

হবে।’