আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি অনেকদিন ধরে তৈরি ছিল না। দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি স্থানীয় এলজিইডি ২ কোটি ৬ লাখ টাকার ব্যয়ে এই সড়ক পাকা করেছে। কিন্তু কাজ শেষের মাত্র দুই মাসের মধ্যে সড়কের বিভিন্ন অংশে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।
স্থানীয়রা জানান, সড়কটির বিভিন্ন স্থানে সাইড অংশ ভেঙে পড়ায় যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। ১.৩৬৫ কিলোমিটার লম্বা এই সড়কটি তেমন সময় না পেরিয়েই ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন।
স্থানীয়রা আরও জানান, বিশেষ করে পাউবোর আরসিসি স্লুইস গেট সংলগ্ন স্থানে ১২ ফুট প্রশস্ত সড়কের ৯ ফুটাংশে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা ইজিবাইক, অটোরিকশা এবং ভ্যানগাড়িগুলোর জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। তারা উল্লেখ করেন, নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং ভারী যানবাহন যেমন মাহেন্দ্রাসহ মালামাল ভর্তি গাড়ির চলাচলের কারণেই সড়কের এই অবস্থা হয়েছে বলে ধারণা করছেন।
উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বিষয়টি সরেজমিনে পরিদর্শন করার কথা জানান এবং জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সড়কের এই দ্রুত ক্ষতির ঘটনা এলাকাবাসীর জন্য যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করা হচ্ছে।