ঢাকা | বুধবার | ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

আমরা চাই আগস্ট হত্যাকারীদের বিচার এবং অবাধ নির্বাচনের নিশ্চয়তা: এম. জহির উদ্দিন স্বপন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হামলা চালিয়ে নিরীহ আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের কোনও ক্ষমা হবে না। এই হত্যাকারীদের রক্ষা করতে যারা চেষ্টা করবে, তাদেরকেও আমরা ছাড় দেব না। তিনি আরও বললেন, ‘‘বিচার বিভাগ যদি আমাদের থেকে রশি চায়, আমরা বিচার বিভাগকে রশি সরবরাহ করব, কারণ স্লোগান উঠেছে, রশি লাগলে রশি নিতে হবে, জুলাই হত্যাকারীদের ফাঁসি দিতে হবে।’’

মঙ্গলবার দুপুর ১২টায় বরিশালের গৌরনদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ মুক্তির বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি ও পূর্ব জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান।

সেখানে হাজার হাজার মানুষ ও দলের নেতাকর্মী মূহুর্মূহু স্লোগান দিয়ে অঙ্গীকার প্রকাশ করেন। জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘‘জাতিকে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথে নিয়ে যাচ্ছি, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামত ঘটাচ্ছি। এখন জাতির মুক্তির জন্য একমাত্র কাজ হলো পলাতক শেখ হাসিনা ও সব খুনিদের বিচার করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।’’

তিনি কঠোর বিবৃতি দিয়ে জানান, ‘‘আমরা বড় কথা বলি, কিন্তু যদি দলের ভেতরে মাদক ব্যবসায়ী, গডফাদার বা অন্যরকম দুর্নীতির অভিযোগ উঠে, তাহলে সেটা মেনে নেওয়া যায় না।’’ যদিও এ প্রশ্নে উপস্থিত হাজার হাজার জনতা একযোগে তাদের অমৌখিক প্রত্যুত্তর জানান।

স্বপন বলেন, ‘‘যদি গডফাদাররা শক্তিশালী হয়ে ১০-১২-২০ জনের বাহিনিসহ হামলা চালায়, যেমন ৫ আগস্ট আমরা গডফাদারের রানী শেখ হাসিনার মোকাবেলা করেছি, তেমনই গৌরনদী ও আগৈলঝাড়ায় যে কোনো গডফাদারের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো, সে বিএনপি হোক বা আওয়ামী লীগ।’’

বক্তৃতা অনুষ্ঠানে গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন নিউ ইংল্যান্ড বিএনপি’র সভাপতি সৈয়দ বদরে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্য বক্তারা ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীর জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী ১৭ বছরের আন্দোলন সংগ্রাম ও জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

সমাবেশ ও র‍্যালিতে গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আলাদা আলাদা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এই উদ্যোগ ফ্যাসিবাদ মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের দৃঢ় অঙ্গীকার ও সংগ্রামের প্রতিফলন হিসেবে দেখা যায়।