ঢাকা | রবিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমীর খসরু: বিভাজনের পথ নয়, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি কখনোই বিভাজনের রাজনীতি নিয়ে চলবে না। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, বাংলাদেশ একটি সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের দেশ, যেখানে সবাই মিলে সুখ-সমৃদ্ধির বীজ বপন করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে গেলে বিভাজনের কোনো সুযোগ নেই।

গত শনিবার জেএমসেন হলে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত চার দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ধর্ম সম্মেলন ও সাধু-সন্ত ঋষি বৈষ্ণব মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক চেতনার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তাই শুধুমাত্র মুখে অসাম্প্রদায়িকতার দাবি নয়, প্রকৃত অর্থেই অসাম্প্রদায়িক হতে হবে। তবেই দেশে সহিংসতা কমে যাবে। ‘সংখ্যালঘু’ শব্দটিকে আমি মানি না, কারণ আমরা সবাই বাংলাদেশি। সবার সমান অধিকার নিশ্চিত করা প্রত্যেক সরকারের দায়িত্ব।”

আমীর খসরু আরও বলেন, “আমরা একটি জাতি, একটি দেশ, একটি সমাজ। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা বারবার ভাঙচুরের মধ্য দিয়ে গেলেও সাধারণ মানুষ এতে কটাক্ষ করে। বর্তমান বাংলাদেশ সব দিকে এগিয়ে যাচ্ছে এবং সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। মানুষের মাঝে দারুণ প্রত্যাশা ও আশা তৈরি হয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, “নতুন বাংলাদেশ গড়ার জন্য বিভাজন করা যাবে না। আমাদের মধ্যে প্রত্যেকের ধর্ম ও সংস্কৃতি থাকবে এবং সবার নিজ নিজ ধর্মীয় উৎসব পালিত হবে। এটা গণতন্ত্রের সঙ্গে কোনোভাবেই বিরোধ সৃষ্টি করবে না। রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ সকলকে সহনশীল হতে হবে। ধর্ম যেমন বিভিন্ন, তেমনি রাজনৈতিক মতও ভিন্ন; তবে দেশের এবং জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন আর কে দাশ রুপু এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাঁশখালী ঋষিধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরি মহারাজ।