বলিউডের প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবিতে গোয়েন্দা চরিত্রে হাজির হতে চলেছেন আলিয়া ভাট। খবরটি ২০২৪ সালে প্রথম প্রকাশ পায়। এরই মাঝে, গত বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার টু’ সিনেমাতে প্রযোজনা সংস্থার পরবর্তী গোয়েন্দা ছবি সম্পর্কে এক ঝলক দেখতে পাওয়া গেছে। সেই ছবিতে বড় চমক হিসেবে হাজির হয়েছেন বিশ্ববিখ্যাত অভিনেতা ববি দেওল, যাঁকে অনেকে ‘লর্ড ববি’ নামেও জানেন। ২০২৩ সালে আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’র মাধ্যমে বলিউডে নতুন ইনিংস শুরু করেছেন ববি, যেখানে তিনি ঠাণ্ডা মস্তিষ্কের হিংস্র খলনায়কের ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছেন। তাঁর অভিনীত ‘জামাল কুদু’ নৃত্য শৈলী সমগ্র বিশ্বে বলিউড প্রেমীদের মন জয় করে নিয়েছে। এবার যশরাজের গোয়েন্দা শিবিরেও নাম লেখাচ্ছেন তিনি।
জুলাই মাসে আলিয়া ভাট ‘ওয়ার টু’র ট্রেলার শেয়ার করে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছিলেন, যা দেখে অনেকেই ভেবেছিলেন যে হৃতিক রোশন অভিনীত এই মেগাবাজেট স্পাই ড্রামায় আলিয়াকে দেখা যেতে পারে। তবে সিনেমাটির মুক্তির দিনই মূল সংস্থা স্পষ্ট করে দেয়, হৃতিক ও এনটিআর’র বন্ধুত্বের গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরা পড়ে একটি কিশোরীর হাতে ‘আলফা’ নামক গ্রিক অক্ষর দিয়ে ট্যাটু করানোর দৃশ্য। ট্যাটু এঁকিয়েছেন ববি দেওল। এই ‘আলফা’ অক্ষরের তাৎপর্য কী? কিশোরীর মনে প্রশ্ন জাগার সঙ্গে সঙ্গে ববি ট্যাটু করার মেশিন থামিয়ে জানান, ‘আলফা’ এই প্রতীক জঙ্গলের সকল অঞ্চলে রাজত্ব করে। সম্ভবত যশরাজের গোয়েন্দা জগতের পরবর্তী সিনেমার গল্প এখান থেকেই শুরু হবে।
ববি দেওল ‘আলফা’ ছবিতে কোন চরিত্রে অভিনয় করবেন? জানা গেছে, আলিয়ার এই ছবি ‘আলফা’-তে তিনি খলনায়কের রূপে দর্শকদের সামনে আসবেন। ‘অ্যানিম্যাল’ ছবির পর এবার আবারও ভিলেন চরিত্রে কেমন নতুন ছাপ রাখেন তিনি, এই বিষয়ে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা সত্যিই আকর্ষণীয়। সবাই বসে আছে ববির এই নতুন পারফরম্যান্স দেখার জন্য।