ঢাকা | রবিবার | ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ইবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব সুইট ও সৌরভ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন এস এম সুইট আথৈা সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ। পাশাপাশি, সংগঠনের মুখ্য সংগঠক এবং মুখপাত্র হিসেবে আছেন গোলাম রব্বানী এবং সাদিয়া মাহমুদ মীম। শনিবার রাত সাড়ে দশটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষর করেছেন।

নতুন কমিটিতে আরও আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আনসারি, মো: তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মো. মিনহাজুর রহমান মাহিম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন মুবাশ্বির আমিন, আর যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন বাধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, মো: আব্দুল্লাহ, রাজু, মোস্তাকিম ও আবু সাঈদ। সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতিম চক্রবর্তী ও সোহান।

কমিটিতে আরও সদস্য হিসেবে আছেন ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ, রায়হান সৈয়দ রশীদ-নূর, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, মো: রিপন ইসলাম রতন, আরমান হক, স্বাধীন, মো: জিম, মো: ইমরান শেখ, জোবায়ের বিন লতিফ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, মো হিমেল মোল্লা, মো মেহেদী হাসান ও প্রণব শর্মা।

এই সময় নতুন কমিটির আহ্বায়ক এস এম সুইট বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করতে সর্বোচ্চ চেষ্টা করবো। জুলাইয়ের স্পিরিট ধারণ করে সুন্দর একটা ক্যাম্পাস গড়ে তুলতে কাজ চালিয়ে যাবো। এর জন্য বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি।