বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রতি উপজেলার ক্রিকেটারদের তথ্যভাণ্ডার বা ডাটাবেজ তৈরি করার পরিকল্পনা চলছে। এই ডাটাবেজে ব্যাটসম্যান, বলারসহ সকল খেলোয়াড়ের বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, ‘‘আমরা চাই বরিশালের প্রতিটি ক্রিকেটার বরিশালের নিজস্ব সিস্টেমের মধ্যেই বরিশালকে উপস্থাপন করুক। জেলা পর্যায় থেকে বিভাগীয় দল গঠন হলে আর কাউকে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না।’’
রোববার বরিশাল জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন বিসিবি সভাপতি। এরপর অনূর্ধ্ব ১২ ক্রিকেটার, বালক-বালিকা সিক্স এ সাইড ম্যাচ, পেস হান্টার, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিকালে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনায় তিনি আরও জানান, ‘‘আমাদের চেষ্টা হচ্ছে প্রতিটি জেলার কোচরা প্রতিটি উপজেলার ক্রিকেটারদের সম্পর্কে বিস্তারিত ধারনা রাখবে—কতজন লেগ স্পিনার, পেসার ও ব্যাটসম্যান রয়েছে এই তথ্যগুলো তারা নিয়মিত বিভাগীয় পর্যায়ে রিপোর্ট করবে।’’ এছাড়া বিভাগীয় হেডকোয়ার্টারে একটি ছোট অফিস থাকবে, যেখানে একজন প্রধান কোচ ও একজন হাই পারফরমেন্স কোচ থাকবে, যারা বিভাগীয় ক্রিকেটের সার্বক্ষণিক তত্ত্বাবধান করবেন। তবে তিনি উল্লেখ করেন, ‘‘আমরা সাধারণ ক্রিকেটের বৃদ্ধি বিঘ্নিত করবো না।’’
আগ্রহী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, ‘‘আমি মাত্র ২৯ দিন হলো এই দায়িত্ব নিয়েছি, তাই হুট করেই কোনো বড় প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন করে এখানে ক্রিকেটকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বিপিএল অনুষ্ঠিত হলে গ্যালারি অবশ্যই পূর্ণ হবে।’’
বরিশালে গত দশ-পনেরো বছরে কোনো উল্লেখযোগ্য লীগ হয়নি, এ বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন, ‘‘যখন লীগ হয় না, তখন অনেক ক্রিকেটারকে আমরা অস্বীকৃত করি, যা একটি অবিচার। সোহাগ গাজী, কামরুলসহ স্থানীয় খেলোয়াড়দের প্রতি আমাদের গর্ব রয়েছে, কিন্তু খেলার সুযোগ কমে যাওয়ায় হাজারো আগ্রহী ক্রিকেটার হারিয়ে ফেলেছি, এটা আমাদের জন্য লজ্জাজনক।’’ তিনি আরও বলেন, ‘‘এখানে ক্রিকেটিংয়ের বিভিন্ন কোচিং কোর্স যেমন কোচিং, আম্পায়ারিং, কিউরেটর কোর্সের সুযোগ নেই। কিন্তু আমাদের পরিকল্পনা অনুযায়ী ছোট একটি অফিসের মাধ্যমে এসব কার্যক্রম চালু থাকবে। এজন্য আমরা বরিশালবাসীর সহযোগিতা কামনা করি।’’
অনুষ্ঠানে বরিশালের দুই বারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান, বরিশাল বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন খেলোয়াড়বৃন্দ বিসিবি সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার সভাপতিত্ব করেন। এছাড়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিস ও সোহাগ গাজীসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।