ঢাকা | বুধবার | ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উপজেলা পর্যায়ের ক্রিকেটারদের তথ্যভাণ্ডার থাকবে: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, প্রতিটি উপজেলায় থাকা ক্রিকেটারদের তথ্যসমৃদ্ধ ডাটাবেজ তৈরি করার পরিকল্পনা চলছে। এই ডাটাবেজে থাকা থাকবে ব্যাটসম্যান, বোলারসহ প্রতিটি খেলোয়াড়ের বিস্তারিত তথ্য। তিনি জানান, ‘‘আমরা চাই বরিশালের প্রতিটি ক্রিকেটার এখানকার সিস্টেমের মাধ্যমে বরিশালকে প্রতিনিধিত্ব করুক। জেলা মিলিয়ে একটি শক্তিশালী বিভাগীয় দল গড়ে উঠলে আর কাউকে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না।’’

বিসিবির এই ঘোষণা তিনি দিয়েছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তির (রজত জয়ন্তী) অনুষ্ঠান উদ্বোধনী বক্তব্যে, যা রোববার বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রাক্কালে অনুষ্ঠানে অনূর্ধ্ব-১২ বালক-বালিকা ক্রিকেট টুর্নামেন্ট, সিক্স এ সাইড, পেস হান্টার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা ইভেন্ট আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিকালে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবার অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, যিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুরু করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা মেহেরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী ও অন্যান্য প্রাক্তন খেলোয়াড়, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

এর আগে দুই বারের বিপিএল চ্যাম্পিয়ন দলের কর্ণধার মিজানুর রহমান ও বরিশাল বিভাগের জেলা ক্রীড়া সংস্থাসহ খেলোয়াড়রা বিসিবি সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

বিসিবি সভাপতি আরও জানান, ‘‘আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি উপজেলার ক্রিকেটারদের তথ্য ডাটাবেজের মাধ্যমে বোর্ডের সিস্টেমে অন্তর্ভুক্ত করতে। জেলা পর্যায় থেকে কোচরা উপজেলা পর্যায়ের ক্রিকেটারদের পারফরম্যান্স ও তথ্য জানাবেন। এতে উন্নয়ন ও সুস্থ প্রতিযোগিতার সুযোগ বাড়বে।’’

তিনি জানান, বিভাগীয় পর্যায়ে বিসিবির একটি ছোট অফিস থাকবে, যেখানে একজন ক্রিকেট প্রধান ও একজন হাই পারফরম্যান্স কোচ দায়িত্ব নেবেন। এখানে সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ডের সুসংগত তত্ত্বাবধান করা হবে, তবে স্থানীয় ক্রিকেটের স্বাভাবিক উন্নয়ন ব্যাহত করা হবে না।

বিসিবি সভাপতি স্বীকার করেন, ‘‘আমি মাত্র ২৯ দিন হলো বোর্ডে যোগ দিয়েছি, তাই হুট করে প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে বরিশাল স্টেডিয়ামের গ্যালারি বিপিএলের মতো বড় ম্যাচ হওয়ায় পূর্ণ হয়ে যাবে এটা নিশ্চিত। স্টেডিয়ামের উন্নয়নের মাধ্যমে বরিশালকে আরও সক্রিয় ক্রিকেট বিভাগ হিসেবে গড়ে তুলতে কাজ করছি।’’

তিনি বরিশালে গত ১০-১৫ বছর ধরে কোনো লীগ না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘‘লিগ না হলে অনেক তরুণ ক্রিকেটারের প্রতি অবিচার হচ্ছে। সোহাগ গাজী, কামরুলসহ এখানকার ক্রিকেটারদের নিয়ে আমরা গর্ববোধ করি, কিন্তু নিয়মিত খেলায় সুযোগ না দেয়ায় অনেক প্রতিভাবান ক্রিকেটার নষ্ট হয়ে যাচ্ছে, যা অত্যন্ত লজ্জার বিষয়।’’

এছাড়া বরিশালে ক্রিকেট কোচিং, আম্পায়ারিং ও কিউরেটর কোর্স না হওয়ার কথাও তুলে ধরে তিনি জানান, ‘‘বোর্ডের ছোট অফিসের মাধ্যমে এসব কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে। এজন্য বরিশালবাসীর সহযোগিতা কামনা করছি।’’