বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছরের ডিসেম্বরে ফিরবে মাঠে। পুরোনো পরিকল্পনা অনুযায়ী নিকট ভবিষ্যতে টুর্নামেন্টটি স্বাভাবিক সময়ে অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভার পর পরিচালক ইফতেখার রহমান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন।
এবারের বিপিএল আসর আগামী ডিসেম্বর মাস থেকে জানুয়ারির মধ্যে শুরু হবে। বিসিবি পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানা নিশ্চিত করবে। পাশাপাশি নতুন করে বিপিএলের গভর্নিং কাউন্সিলে বাহ্যিক সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হবে, যা আগের কোন আসরে হয়নি।
বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণ প্রসঙ্গে মিঠু জানিয়েছেন, “বিপিএল ফ্র্যাঞ্চাইজি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে এ জন্য নির্দিষ্ট মানদণ্ড (ক্রাইটেরিয়া) নির্ধারণ করা হবে, যা ঠিক করতে আমাদের রয়েছে পূর্ব অভিজ্ঞতা এবং সফল প্রতিষ্ঠানগুলোর পরামর্শ। সেই পরামর্শ ও বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি ফ্র্যাঞ্চাইজি দল গ্রহণ করা হবে। অবশ্য এসবের জন্য সরকারের নীতিমালা অনুসরণ করতে হবে।”
অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির নাম এখনো চূড়ান্ত না হলেও, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করেছেন যে, পুরনো এবং নতুন যেসব ফ্র্যাঞ্চাইজি আগামী আসরে অংশ নেবে, তাদের সাথে ৫ বছরের চুক্তি করা হবে।
তাছাড়া, বিপিএলের বিভিন্ন পর্যায়ে বিসিবির বাইরেরও বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হবে। মিঠু বলেন, “বিপিএল নিয়ে সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা। এজন্য বোর্ডের বাইরের মানুষদেরকে দায়িত্ব দেওয়া হবে যেন টুর্নামেন্টটি সম্পূর্ণ ক্লিন ইমেজে শেষ হতে পারে। বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের বিপিএল কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।”
এসব পরিবর্তন ও পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ বিপিএল আরও স্বচ্ছ ও প্রফেশনাল হওয়ার পথে এগোচ্ছে, যা ক্রিকেটপ্রেমিদের জন্যে সুখবর।