এনবিআরের সংস্কার ও চেয়ারম্যান অপসারণের দাবিতে সরকারি কর্মকর্তাদের ‘শাটডাউন’ কর্মসূচির ফলে দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রমে ভঙ্গুরতা দেখা দিয়েছে। গতকাল দেশে প্রধান বন্দরগুলোতে এই আন্দোলনের প্রভাবে কার্যক্রম প্রায় সম্পূর্ণরূপে বন্ধ ছিল।
চট্টগ্রাম ও মোংলা বন্দরে পণ্য খালাসসহ সব ধরনের আমদানি-রপ্তানি কাজ প্রায় থমকে গেছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে রাজধানীতে কর্মকর্তারা ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করে। তাদের মূল দাবি হল, বর্তমান চেয়ারম্যানকে অপসারণ না করা হলে এনবিআরের সংস্কার সফল হবে না।
তবে এই দাবির বিরুদ্ধে ছয়টি ব্যবসায়ী সংগঠন গতকাল এক যৌথ বিবৃতি প্রদান করে, তারা চেয়ারম্যান অপসারণের বিরোধিতা করেছে।
চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ও শুল্কায়ন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি জমা পড়ে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগে নিবন্ধিত জাহাজ থেকে পণ্য ওঠানো হচ্ছিল, তবে নতুন জাহাজের ক্ষেত্রে এই আন্দোলনের কারণে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মোংলা, সোনামসজিদ, বেনাপোল ও বাংলাবান্ধা বন্দরেও একই অবস্থা বিরাজ করছে। তবে আখাউড়া বন্দরের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে।
অধিকাংশ ব্যবসায়ী এবং পরিবহন মালিকগণ উদ্বিগ্ন হয়ে পড়েছে এ পরিস্থিতি নিয়ে, কারণ দেশের ব্যবসায়িক কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এনবিআরের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দ্রুত সমাধান বাধ্যতামূলক হয়ে উঠেছে যাতে দেশের অর্থনৈতিক কর্মকান্ড স্বাভাবিকভাবে চলতে পারে।