জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ চলাকালে
অপ্রত্যাশিত ফায়ার এলার্ম ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ফরেন সার্ভিস একাডেমির পরিচালককে আহ্বায়ক করে ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্স অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ উক্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে
তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একাডেমিতে কর্তব্যরত কর্মচারীরা
অ্যালার্মের সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন এবং এর কারণ অনুসন্ধান করেন।
প্রাথমিক তদন্তে কোথাও কোনো ধরণের আগুন বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে,
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি অধিকতর খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে বলে
বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একাডেমির মূল ভবনের
শাপলা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২০তম
দিনের আলোচনা চলাকালে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনার পর ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ফরেন সার্ভিস একাডেমিকে ২৪
ঘণ্টার মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় সংলাপ শুরু হওয়ার কিছু সময় পর দুপুর সোয়া ১২টার দিকে আচমকা
ফায়ার এলার্ম বেজে ওঠে। এতে আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং
কমিশনের পক্ষ থেকে সাময়িকভাবে সংলাপ স্থগিত করা হয়।
‘এখানে ফায়ার এলার্ম বাজছে, আমাদের কিছু সময়ের জন্য বাইরে যেতে হবে,’ বলেই দুপুর
১২টা ২০ মিনিটে সভা মুলতবি ঘোষণা করেন আলী রীয়াজ। এরপর সবাই কনফারেন্স কক্ষ ত্যাগ
করেন এবং ১২টা ৩০ মিনিটের দিকে এলার্মটি থেমে যায়।
প্রায় এক ঘণ্টা পর, দুপুর ১টা ৪৫ মিনিটে আবারও সংলাপ শুরু হয়।