চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ফলাফলের ঘোষণা আগামী ১০ জুলাইয়ের মধ্যে হতে পারে। এই বিষয়ে একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ‘আমরা ১০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছি। তবে মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি।’
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবছর দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এছাড়া, মাদরাসা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। আশা করা যাচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় দ্রুত ফলাফল প্রকাশের সময়ে বিষয়ক সিদ্ধান্ত জানাবে।