লিডস টেস্ট ম্যাচে ভারতের ড্রেসিংরুম যেন সেঞ্চুরির এক মহান উৎসব অপেক্ষা করছিলো। একটিমাত্র টেস্টেই পাঁচ জন ব্যাটসম্যান শতকের ঘর ছুঁইয়ে ইতিহাস রচনা করল ভারতীয় ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে এমন নজির ভারত আগে কখনোই স্থাপন করতে পারেনি। এই অসাধারণ কীর্তির মাধ্যমে ভারত অনেকদিন ধরে থাকা চার সেঞ্চুরির সর্বোচ্চ রেকর্ডটি পেরিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। ইতিপূর্বে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ চার সেঞ্চুরি করার রেকর্ডটি ছিল ভারতের টিমের। এখন সেটি ছাপিয়ে গিয়েছেন রোহিত শর্মার দলের ব্যাটসম্যানরা।
লিডসের ম্যাচে এক ইনিংস ও দুই ইনিংস মিলিয়ে শতরান করেছেন যশস্বী জয়সওয়াল (১০১), শুবমান গিল (১৪৭), লোকেশ রাহুল (১৩৭) এবং ঋষভ পন্ত (১৩৪ এবং ১১৮)। বিশেষ করে ঋষভ পন্তের অর্জন অনন্য। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একজন এশিয়ান উইকেটরক্ষক দুই ইনিংসেই সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন তিনি। বিশ্বব্যাপী কেবল জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (২০০১) এর আগে এই অসাধারণ রেকর্ড রয়েছে।
ভারতের হয়ে এক টেস্ট ম্যাচে চারটি সেঞ্চুরির ঘটনা আগে তিনবার ঘটেছে; ২০০৭ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে, ২০১০ সালে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এবং ২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবার সেই নজির ছাপিয়ে ভারত পাঁচ সেঞ্চুরির এক অনন্য ইতিহাস তৈরি করল যা টেস্ট ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে।