ঢাকা | শনিবার | ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে নিহত ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা

বিস্ফোরিত হয়ে রোমান আহমদ (২৮) নামে এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন

আরও একজন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

রোমান আহমদ টেকনিশিয়ান হিসেবে সানরাইজ কোম্পানির তত্বাবধানে আউট সোর্সিংয়ে ওসমানী

বিমানবন্দরে কাজ করতেন বলে জানা গেছে।

আহতদের দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোমানের অবস্থা

আশঙ্কাজনক থাকায় তার ইনসেন্টিভ কেয়ার ইউনিটের প্রয়োজন পড়ে। তবে ওসমানী হাসপাতালে

শয্যা খালি না থাকায় তাকে দ্রুত রাগীব রাবেয়া হাসপাতালের আইসিইতে নেওয়া হয়। বিকাল

সাড়ে ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

নিহত রোমান আহমদ সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার লুছাই গ্রামের মো. মছর

মিয়ার ছেলে। আহত এনামুল (২৫) একই এলাকার মহালদিগ গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন: রুপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

তিনি বলেন, ৫-৬ জন মিলে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকা মেরামত করছিলেন।

এমন সময় চাকা ফেটে (বিস্ফোরিত) গিয়ে দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের ওসমানী

মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় রোমানকে নগরীর রাগিব

রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর তিনি মারা যান বলে জানান। আহত

আরেকজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, ‘এটি রুটিন মাফিক কাজ। এই কাজের জন্য সানরাইজ নামক কোম্পানি

চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে লোকবল দিয়ে কাজ করায়। হঠাৎ কি কারণে এ দুর্ঘটনা

ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো

ক্ষয়ক্ষতি হয়নি। অবশ্য ঘটনাটি নিতান্তই দুঃখজনক।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘দুর্ঘটনায়

কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। ২ জন আহত হন। এরমধ্যে ১ জন হাসপাতালে মারা

গেছেন।’