কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে দেড় হাজারেরও বেশি ভ্যানচালকের মাঝে বিনামূল্যে চালকের লাইসেন্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের আয়োজন করা হয়। যদুবয়রা ইউনিয়ন পরিষদের অর্থায়নে লাইসেন্সগুলো চালকদের হাতে তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিম, ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবু সাঈদ, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মরিয়ম খাতুন, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মোছা. হাসি খাতুনসহ অন্য নেতৃবৃন্দ।
চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, ইউনিয়নে প্রায় দুই হাজার সম্মানিত ভ্যানচালক রয়েছেন যারা তাদের পেশার মাধ্যমে সন্তানদের পড়াশোনা, ওষুধ কেনা ও সংসার পরিচালনা করেন। এরই প্রেক্ষিতে গত বছরের মতো এবারও পরিষদের পক্ষ থেকে অর্থায়ন করে এক হাজার পাঁচশো জনকে বিনামূল্যে লাইসেন্স প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও প্রয়োজনীয় ওই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
লাইসেন্স পেয়ে চালকরা তাদের খুশি প্রকাশ করেন। তারা জানান, গরীব হওয়ার কারণে তারা সারাদিন ভ্যান চালিয়ে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। বিনামূল্যে লাইসেন্স পাওয়ায় তাদের অনেক সহযোগিতা হলো। ভ্যানচালক মনছের আলী বলেন, ‘সারাদিন পরিশ্রম করে যা আয় করি তাতে সংসার চালানো অনেক কঠিন, বিনামূল্যে লাইসেন্স পাওয়াটা আমাদের জন্য বিশাল সহায়তা।’
ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা মনছের আলী 덧붙ান, ‘‘ফ্রি ফ্রিতে যেটুকু পাবো, সেটাই আমাদের জন্য লাভ।’’
অন্যদিকে রসুলপুর গ্রামের এরশাদ শেখ বলেন, ‘পৌর এলাকায় গেলে ভ্যান চালকের লাইসেন্সের জন্য ৩০০ টাকা দিতে হয়। কিন্তু এখানে চেয়ারম্যান বিনামূল্যে লাইসেন্স দিচ্ছেন, যদিও তার মূল্য মাত্র ১০০ টাকা। এটা আমাদের জন্য অনেক বড় সহায়তা।’
ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিম জানান, প্রতিটি লাইসেন্সের মূল্য ১০০ টাকা হলেও গতবছর প্রায় এক হাজার ছয়শোজন ভ্যানচালককে বিনামূল্যে লাইসেন্স প্রদান করা হয়েছিল।