ঢাকা | মঙ্গলবার | ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা, অভ্যর্থনায় প্রস্তুত মালয়েশিয়া

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক

ড. মুহাম্মদ ইউনূস। তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার

অন্যতম গতিশীল অর্থনীতি মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

আমন্ত্রণে এই সফরে গেছেন প্রধান উপদেষ্টা।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ

ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন

তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ

মজুমদার।

গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তারই

ধারাবাহিকতায় এবার দেশটি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের উন্নয়ন

কর্মকাণ্ডের এক বড় সমর্থক আনোয়ার ইব্রাহিম। তিনি অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু।

মালয়েশিয়া জানিয়েছে, ১৯৭২ সালে গড়ে ওঠা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গড়ে

ওঠা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে এই সফর। পাশাপাশি পারস্পরিক স্বার্থ

সংশ্লিষ্ট খাতে সহযোগিতা বৃদ্ধি করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, শিক্ষা, পর্যটন এবং প্রতিরক্ষা খাতসহ অন্যান্য খাতে

দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন আনোয়ার ইব্রাহিম ও অধ্যাপক ইউনূস।

এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও আলোচনা

করা হবে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার সফর গুরুত্বপূর্ণ ও কর্মমুখর হবে: প্রেস

সচিব

মঙ্গলবার (১২ আগস্ট) প্রশাসনিক রাজধানী পুত্রজয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

কার্যালয়ে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

এরপর প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা, সেমিকন্ডাক্টর খাতে

সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণসহ কূটনৈতিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষায় সহযোগিতার

বিষয়ে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই করার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের সম্মানে সেরি পেরদানা কমপ্লেক্সে সরকারি ভোজসভা

আয়োজন করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আগামী ১৩ আগস্ট জনসাধারণের সামনে বক্তৃতা দেবেন অধ্যাপক ইউনূস। এছাড়া ইউনিভার্সিটি

কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে সামাজিক ব্যবসায়ে সম্মানসূচক দর্শন ডক্টরেট

ডিগ্রি গ্রহণ করবেন তিনি। এরপর ইউকেএমের আয়োজনে সোশ্যাল বিজনেস সেন্টার কমিউনিটি ও

বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা।

২০২৪ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় তিন

বিলিয়ন (২.৯২ বিলিয়ন) ডলারে, যা ২০২৩ সালের তুলনায় ৫.১ শতাংশ বেশি। দক্ষিণ এশিয়ায়

মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ও রপ্তানি গন্তব্য বাংলাদেশ।

মালয়েশিয়ার প্রধান রপ্তানি পণ্য হলো পেট্রোলিয়াম, পাম তেল ও রাসায়নিক দ্রব্য, আর

বাংলাদেশ থেকে আমদানি করে তৈরি পোশাক, জুতা, পেট্রোলিয়ামজাত পণ্য ও অন্যান্য

উৎপাদিত দ্রব্য।