ঢাকা | শুক্রবার | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে রফিক ইসলাম নিহত ও দুই আহত

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা এলাকায় এক চায়ের দোকানে চা খাওয়ার সময় দুর্বৃত্তরা গুলি চালায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন অস্ত্রধারী ছয়টি মোটরসাইকেলে আসেন একই এলাকায়। তারা রফিক ইসলাম নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। গুলির পর তারা দ্রুত পালিয়ে যায়, তবে তখনই চায়ের দোকানে থাকা স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে, ফলে আরও দুইজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রফিক ইসলাম মারা যান। নিহত রফিক ইসলাম ওই এলাকার মতআলী মন্ডলের ছেলে। আহতরা হলেন—রবজেল ফরাজি (৫২) ও ইউসুফ হোসেন (৫৫)। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, ‘দুর্বৃত্তদের গুলিতে রফিক ইসলাম নিহত হয়েছেন, আরও দুজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শেষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’