ঢাকা | বুধবার | ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বজ্রপাতে শামীম হোসেন (২৩) ও বিপুল (২৮) নামে দুই

কৃষকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভেড়ামারা উপজেলার

মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার গ্রামের গোপীনাথপুর মাঠে জমিতে পানি দেওয়ার সময়

হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

বজ্রপাতের কারণে মজ্জেল হোসেনের পুত্র শামীম হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে

উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক

তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে একই সময়ে জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুল বারের পুত্র বিপুল

পান বরজে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার

মৃত্যু হয়।

বজ্রপাতের এ দুই মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার বজ্রপাতে দুজনের মৃত্যুর

বিষয়টি নিশ্চিত করেছেন।