ঢাকা | সোমবার | ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ ২০২৫ প্রদান ঘোষণা

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকা প্রথমবারের মতো তাদের উদ্যোগে সন্তানদের জন্য কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ ২০২৫ প্রদান করেছে। এ উপলক্ষে আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাসির উদ-দৌলা। বিশেষ অতিথি ছিলেন বলহাদী লুৎফুল এন্ড কোং এর প্রোপাইটার ও সিইও এম বি এম লুৎফুল হাদী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ, এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আজিজুল হক এরশাদ, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক শফিউল আলম দোলন, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, কেজেএফডির সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহাজাহান, জনকল্যাণ সম্পাদক গোলাম রসুল ভূইয়া ও সমাজসেবক শাহরিয়ার শামীম। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কেজেএফডির সিনিয়র সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসিম। এই অনুষ্ঠানে অষ্টম শ্রেণী থেকে উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ২০টি পরিবারের ২০ সন্তানকে কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ ২০২৫ হিসেবে নগদ দশ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়, যা তাদের শিক্ষা জীবনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার।