ঢাকা | সোমবার | ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খাবার নিতে আসা শিশুদের ওপর ইসরায়েলের নিষ্ঠুর বিমান হামলা

গাজার কেন্দ্রীয় এলাকায় চলমান যুদ্ধবিরতি আলোচনা ও বিতর্কিত পুনর্বাসন পরিকল্পনার মাঝেই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে সুখ্যাত শিশু ও নারীরা। বিশেষ করে শুক্রবার ভোর সকাল থেকে দেইর আল-বালাহ এলাকায় খাদ্য সংগ্রহ করতে আসা ফিলিস্তিনি শিশু ও তাদের পরিবারের ওপর সংঘটিত এই হামলায় ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন শিশু এবং ৪ জন নারী রয়েছেন। এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন শিশু রয়েছে।