ঢাকা | সোমবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা

বহুল প্রতীক্ষিত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সদর পর্যন্ত নতুন নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের দিন অনুযায়ী ঘোষণা আসছে। এই গুরুত্বপূর্ণ সেতুটির উদ্বোধন হবে আগামী ২০ আগস্ট (বুধবার), যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আশিস মাহমুদ সজীব ভূঁইয়া। সেতুটির মাধ্যমে দুই জেলার মধ্যে যোগাযোগের স্বাচ্ছন্দ্য, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।