গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৩ জন
অটোরিকশা যাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল
ইসলামের পুত্র ও পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম (৫৫) একই ইউনিয়নের
চাপড়াপাড়া গ্রামের গনী মন্ডলের পুত্র নুরুন্নবী মন্ডল (৫০), সবুজ মিয়ার ১৯ মাসের
শিশু কন্যা সায়মা। হতাহতরা সবাই অটো রিক্সার যাত্রী।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা
গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল। পথে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের খলসি নামক
স্থানে মৌসুমি পাম্পের সামনে ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা
দেয়।
পড়ুন: চট্টগ্রাম বন্দরে আমদানি করা স্ক্র্যাপের কনটেইনারে তেজস্ক্রিয় বস্তু শনাক্ত
দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া করা
হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত
করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।