ঢাকা | বুধবার | ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে

গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে আরিফ মিয়া (২৩) নামে ওই স্কুল

শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত আরিফ মিয়া শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে এবং মুলাইদ

আয়েশা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের শিক্ষক।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ৭ম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থী

স্কুল শিক্ষক আরিফের কাছে প্রাইভেট পড়ত। এক পর্যায়ে গত ২৮ জুন ভয়ভীতি দেখিয়ে ওই

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে রাখে অভিযুক্ত শিক্ষক। পরে স্কুলে খাতা

দেখানোর নাম করে ফের তাকে ধর্ষণ করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন,

‘ভুক্তভোগীর দাদা থানায় এসে ধর্ষণের অভিযোগ এনে গতকাল মামলা দায়ের করেন। পরে স্কুল

শিক্ষক আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাবাদে ওই শিক্ষক ধর্ষণের কথা স্বীকার

করেছেন। তাকে আদালতে পাঠানোসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’