গাজীপুরের গাছা এলাকায় প্লাস্টিক কারখানায় ঘটানো বড় ধরনের ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।
রবিবার (২৯ জুন) সন্ধ্যায় গাছা থানার ঝাজর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জের মাজিশাইল গ্রামের মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহের চরমদাখালী গ্রামের সাব্বির হোসেন রাজিব (২৫) এবং গাজীপুরের কোমোন গ্রামের শাখাওয়াত ওরফে সৈকত (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাউছার ও শাখাওয়াতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত সোমবার (২৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে গাছা থানাধীন ঈশ্বড্ডা এলাকায় ‘আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ’ নামের একটি কারখানায় ১০-১২ জনের একটি ডাকাত দল হামলা চালায়।
ডাকাতরা ওই কারখানার ১১৩ ব্যাগ প্লাস্টিক কাঁচামাল যা বাজারদর আনুমানিক ৬ লাখ টাকার, প্রায় ২ লাখ টাকার ৪০টি ডাইস, আইপিএস, ব্যাটারি, দুটি বড় স্ট্যান্ড ফ্যান, দুটি গ্রাইন্ডিং মেশিন, নগদ ৫ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোনসহ মোট প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট নিয়ে যায়।
এ ঘটনায় কারখানার কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করে। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে তৎপরতা দেখিয়ে রবিবার সন্ধ্যায় ঝাজর এলাকা থেকে এই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ গ্রেপ্তারকৃতদের আটকের পাশাপাশি মামলার অন্য অংশীদারদের খোঁজে তৎপর রয়েছে।