কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের সিংগোয়ারপাড় গ্রামের মানুষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক শক্ত প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছে। শুক্রবার দুপুর ১২টায় অধিকাংশ স্থানীয় পরিবার ও পেশাজীবীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে জমায়েত হয়ে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এর আগ পর্যন্ত কাজলা গ্রামে মাদক সেবন ও ব্যবসা ছিল না, কিন্তু বর্তমানে মাদক অত্যন্ত সহজলভ্য হয়ে উঠেছে। একটি মাদক সরবরাহকারী চক্র পুরো এলাকা দখল করে রেখেছে এবং মাদকের ছড়াছড়ি গ্রামের অলিগলি পর্যন্ত পৌঁছেছে। অধিকাংশ ক্রেতাই বেকার যুবকরা, যার ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড যেমন চুরি ও ছিনতাই বেড়েছে। মাদক সেবন ও বিক্রি এখন অনেক সময় প্রকাশ্যেই হচ্ছে। মানুষ মনে করছেন, যদি প্রশাসন এখনই কঠোর ব্যবস্থা না নেয় তবে তরুণ সমাজ ধ্বংসের পথে দ্রুত এগিয়ে যাবে।
দামিহা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘‘কিছুদিন আগেও কাজলা গ্রামে মাদক কারো কাছে ছিল না, কিন্তু এখন ভয়াবহ মাত্রায় মাদকসেবী এবং ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের তৎপরতা না থাকলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণ হারাবে।’’
তাসলিমা-হাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজকর্মী অ্যাডভোকেট মাহফুজুল হক বলেন, ‘‘শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর একার প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার থেকে শুরু করে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। সন্তানদের পারিবারিক বন্ধন শক্তিশালী করতে হবে এবং একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। মাদক সেবী তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা বন্ধ করতে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া উপায় নেই।’’
মানববন্ধনে শিক্ষক হাসিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা সোহেল রানা, সাবেক সেনা সদস্য ইসহাক মিয়া, ইউপি সদস্য রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য খোকন মিয়া এবং ব্যবসায়ী হুমায়ুন কবিরসহ অগণিত স্থানীয়রা বক্তব্য দেন। তারা সবাই মাদক নির্মূলের জন্য প্রশাসন ও কমিউনিটির একসাথে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।