চাঁদাবাজদের দেশে ঠাঁই নেই—কঠোর হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেওয়া হবে না। যত বড়ই হোন, সবাইকে আইনের আওতায় আনা হবে।
মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি তুলনামূলক বেশি হওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, চাঁদাবাজির বিষয়ে কোনো চাপ নেই। যদি কারও সম্পর্কে তথ্য পান, সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান; আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এজন্য জনসহযোগিতা দরকার—চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন, কোনো ছাড় দেওয়া হবে না।
নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টা যে সময়ে নির্বাচনের কথা ঘোষণা করেছেন, সেই সময়েই নির্বাচন হবে। এ নিয়ে কারও মন্তব্যের বিশেষ গুরুত্ব নেই। কিছু রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে দাবি করলেও সরকারের অবস্থান অপরিবর্তিত—প্রধান উপদেষ্টার ঘোষণাই চূড়ান্ত।
বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে, তবে সংরক্ষণ সুবিধা বাড়ায় আলুর মজুতও বেড়েছে। কারওয়ান বাজার ও অন্যান্য বাজারে আলুর দামে ৪–৫ টাকার পার্থক্যের কারণে কৃষক ও ভোক্তা—উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষক ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে আলু চাষ কমে যেতে পারে, তখন আবার দাম বাড়বে। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক যথার্থ দাম পান না, আর ভোক্তাকে বেশি দামে কিনতে হয়।
পলিথিন ব্যবহারের বিরোধিতা করে উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকার নেই—এটি মাটি নষ্ট করে, পানি আটকে দেয় এবং সহজে নষ্টও হয় না। তাই পলিথিন পরিহার করে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। এতে যেমন কৃষক লাভবান হবেন, তেমনি পরিবেশও সুরক্ষিত থাকবে।