চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। এই ঘটনায় বিজিবি একটি পতাকা বৈঠকের আয়োজন করার ঘোষণা দিয়েছে।
নিহতের পিতা নুর ইসলাম জানান, দুপুরে তার ছেলেসহ চার-পাঁচজন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে চলে গিয়েছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তাদের মধ্যে একজন সীমান্তের ৭৯ নম্বর মেন পিলার পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় সেখানে অবস্থানরত বিএসএফের ৩২ নং হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা দুই রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়েই ঘটনাস্থলেই ইব্রাহিম বাবু মারা যান।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান গুলিবর্ষণের ওই ঘটনা সত্যতা স্বীকার করে জানান, বিএসএফ কয়েকজন সন্দেহভাজন সোনার চোরাকারবারির ওপর গুলি চালিয়েছে বলে জানা গেছে। তবে নিহতের ঘটনায় প্রয়োজনীয় তদন্ত চলছে।