ঢাকা | সোমবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চুরির অভিযোগে আটক এক কিশোর, অপবাদে হতাশা থেকে হাজতে আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালীর বাউফল থানা হাজতে এক কিশোর রাকিব সিকদার (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে এই চেিক্ষণ ঘটেছিল। ঘটনাটি সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়লে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে।

রাকিব বাউফল পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সিকদারের ছেলে। পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের পাশে জেলা বারের সদস্য অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরির অভিযোগে রাকিবকে স্থানীয় জনতার সহায়তায় আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। এরপর এসআই মাসুদ খলিফা তাকে হেফাজতে রাখেন।

ডিউটিরত এএসআই মো. শাহীন হাওলাদার বলেন, রাত ৯টার দিকে সিসি ক্যামেরায় নজর দেয়ার সময় তিনি দেখতে পান রাকিব কম্বল ছিঁড়ে হাজতের গ্রিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যরা হাজতের দরজা খুলে তাকে উদ্ধার করেন।

রাকিব বলেন, ‘আমাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, আমি তা করেনি। এটা মিথ্যা অভিযোগ, আমি তা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছি।’

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, আটক রাকিবকে শুক্রবার আদালতে পাঠানোর কথা ছিল। তবে আত্মহত্যার চেষ্টা করায় তাকে এখন ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছে। পুলিশ তদন্ত ট্রাইব্যাল করেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।